অনুমতি মিলেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের

|

জিম্বাবুয়ের সরকার দেশটির ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে।

এই সিরিজে রয়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিন ম্যাচ। এছাড়া আরও আছে একটি টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচ। করোনা পরিস্থিতি জটিল হওয়ায়, হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দর্শকশুন্য অবস্থায় প্রতিটি ম্যাচ আয়োজন করবে সেদেশের বোর্ড।

আগামী ৭ জুলাই সিরিজের একমাত্র টেস্টের আগে ৩ ও ৪ জুলাই দু’দিনের অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ১৬ জুলাই প্রথম ওয়ানডের আগে ১৪ জুলাই আরেকটি অনুশীলন ম্যাচ রয়েছে। ১৮ ও ২০ জুলাই পরের ২ ওয়ানডে। সিরিজের ৩ টি-টোয়েন্টি ২৩, ২৫ ও ২৭ জুলাই। ২৯ জুন রওনা হবে বাংলাদেশ দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply