দুর্ভিক্ষের ঝুঁকিতে ৪ কোটিরও বেশি মানুষ

|

বিশ্বব্যাপী ৪ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ রয়েছে দুর্ভিক্ষের ঝুঁকিতে। মঙ্গলবার (২২জুন) এ বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

ঝুঁকিতে থাকা ৪৩ দেশের এসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে ৬০০ কোটি ডলার সহযোগিতা চেয়েছে জাতিসংঘের সংস্থাটি।

ডব্লিউএফপি’র প্রতিবেদন অনুসারে, বিশ্বের ৪টি দেশে আরও ৬ লাখ মানুষ দুর্ভিক্ষের মতো দুরবস্থার মধ্যে রয়েছেন।

ডব্লিউএফপি’র হিসাব অনুসারে, ২০১৯ সালে দুর্ভিক্ষের মুখে থাকা মানুষের সংখ্যা ছিলো দুই কোটি ৭০ লাখ। কিন্তু, করোনা মহামারি শুরুর পর সংখ্যাটি দ্রুত বাড়তে থাকে; চলতি বছর যা দ্বিগুণ হয়। ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২০ সালে শান্তিতে নোবেল পায়, বিশ্ব খাদ্য কর্মসূচি। তাদের দাবি, বিশ্বের মোট জনসংখ্যার ৯ ভাগ বা ৬৯ কোটি মানুষ এখনো প্রতিরাতে অনাহারী অবস্থায় ঘুমাতে যান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply