টোকিও অলিম্পিকে খেলবে বাংলাদেশের আর্চার দিয়া সিদ্দিকী

|

কোটা বাছাইয়ে ব্যর্থ বাংলাদেশ নারী আর্চার দিয়া সিদ্দিকী ওয়াইল্ড কার্ডের মাধ্যমে সুযোগ পেল টোকিও অলিম্পিকে। মিক্সড ডাবলসে রোমান সানা’র সাথে এই কোটাটি পেয়েছেন দেশের এই নারী আর্চার।

অলিম্পিককে সামনে রেখে আয়োজকরা এই ইভেন্টে মোট চারটি ওয়াইল্ড কার্ড দেয়। যেখানে বাংলাদেশ ছাড়াও বাকী ৩টি পেয়েছে চাঁদ, মালাউই আর ইউ এস ভার্জিন আইল্যান্ড।

সবশেষ বিশ্বকাপে রোমান সানার সাথে রৌপ্য পদক জিতেছিলেন দিয়া। সেই অর্জন থেকেই দিয়াকে মিক্সড ডাবলের ওয়াইল্ড কার্ড দেয় ওয়ার্ল্ড আর্চারি। এর আগে বাংলাদেশ থেকে রোমান সানা অলিম্পিকে পুরুষদের এককে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply