দুই চেহারার বিড়াল!

|

বিড়াল অনেকেই আদরের প্রাণী। সেই আদরের প্রাণীর চেহারা যদি আবার হয় দুই চেহারার বা যদি শরীরের রং হয় দুই রঙের তাহলে কেমন হবে দেখতে?  হ্যা এরকমই একটি সুন্দর বিড়ালের জন্ম হয়েছে ফ্রান্সে।

ছবিতে দেখা যায়, বিড়ালের চেহারার মাঝখান দিয়ে দাগ টেনে এক পাশে কালো অন্যপাশে ধুসর রঙের পশম দেখা যায়। তবে বিড়ালের সারা শরীরে আবার কালো রঙের পশম রয়েছে। রহস্যময় চেহারার এই্ বিড়াল দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে প্রাণীবিদদের মতে এরকম ভাবে জন্ম নেয়ার কারণ হলো, গর্ভে থাকা অবস্থায় দুটো ভ্রুণ একত্রিত হয়ে গিয়েছিলো। এরকম প্রাণীকে সিমেরা বলে।

এই দুই চেহারা ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী জিন মিসেল লাবাট।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply