নারী ইউএনওদের গার্ড অব অনারে না রাখার প্রস্তাব সংবিধান বিরোধী: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

|

মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেয়ার সময় নারী ইউএনওদের না থাকতে সংসদীয় কমিটির প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মনে করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, সংবিধানে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের নারী-পুরুষ আলাদাভাবে দেখা হয়নি। এখানে সবাই সমান। তাই নারী ইউএনওদের না রাখতে সংসদীয় কমিটির প্রস্তাব সংবিধান বিরোধী।

প্রস্তাবটির পক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী থাকলেও এক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেয়ার সময় প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে নারী ইউএনও থাকেন।

রাতে মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনারের সময় পতাকা প্রদর্শন করা যাবে কিনা এ সংক্রান্ত আলোচনা করতে গিয়েই সংসদীয় কমিটি এ প্রস্তাবটি এনেছিলো। যা আমলে নেয়ার কোনা সুযোগ নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply