পাকিস্তানে বোমা হামলায় শিশুসহ নিহত ৪

|

পাকিস্তানের লাহোরে বোমা হামলায় প্রাণ গেছে শিশুসহ চার জনের। বুধবারের ঘটনায় আহত হয়েছে ৩ শিশুসহ আরও ১৪ জন।

নিহত শিশুটির বয়স চার বছর। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। ৫ বছর বয়সী এক শিশুসহ বেশ কয়েকজনের পরিস্থিতি আশঙ্কাজনক। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তাইয়েবার প্রধান কারাবন্দী হাফিজ সাঈদের বাড়ির সামনে একটি চেকপোস্টে দায়িত্বে ছিলেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িটির কাছে পার্ক করে রাখা একটি গাড়িতে হয় বোমা বিস্ফোরণ। আশপাশের বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরে যায় এসময়। এটা আত্মঘাতী হামলা নাকি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে খতিয়ে দেখা হচ্ছে। হামলার ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাই হামলার দায়ে অভিযুক্ত লস্কর-ই তাইয়েবা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply