মুসলিম ভেবে শিখের পাগড়ি খুলে নেয়ার চেষ্টা

|

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ায় বর্ণবাদী আচরণে প্রায়ই হেনস্থা হচ্ছেন মুসলিমরা। এবার লন্ডনে বর্ণবাদী আক্রমনের শিকার হলেন একজন শিখ পরিবেশবাদী। হামলাকারীরা তার পাগড়ি খুলে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ এসে পড়লে তারা চম্পট দেয়। মুসলিম ভেবেই ওই ব্যক্তির উপর হামলা করে তারা।

লেবার পার্টির এমপি তানমানজিত দেসাই এর সাথে দেখা করার জন্য রনভীত সিং লন্ডনের পার্লামেন্টের পাশে পোর্টকুইলিস ভবনে এমপিদের অফিসের সামনে অপেক্ষা করছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি এসে উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকে। রনভীত বলেন একসময় তারা স্লোগান তোলে ‘গো ব্যাক মুসলিমস’ (মুসলিমরা নিজ দেশে ফিরে যাও)।

তাদের লক্ষ তিনিই ছিলেন বলে জানান শিখ ধর্মাবলম্বী রনভীত। তিনি স্থান ত্যাগ না করে সেখানেই দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে ওদের মধ্য থেকে একজন দৌঁড়ে তার দিকে আসতে থাকে। এসেই পাগড়ি ধরে দুই হাতে ঝাঁকিয়ে সেটি খুলে ফেলার চেষ্টা করে। এরকম বর্ণবাদী আক্রমন কিছুতেই মানতে পারছেন রনভীত।

এই ঘটনায় বৃটিশ এমপি তানমানজিত দেসাই ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply