চালের বাজারে মিলছে না স্বস্তি

|

চালের বাজারে স্বস্তি মিলছে না। ক্রেতাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে তদারকির অভাবে কারসাজি বন্ধ করা যাচ্ছে না। সিন্ডিকেটের অপ্রতিরোধ্য দৌরাত্ম্যে বরাবরই বাড়তি অর্থ দিতে হচ্ছে ক্রেতা সাধারণকে।

রাজধানীর খুচরা দোকানিরা বলছেন, পাইকারি পর্যায়ে সরবরাহের সংকট নেই। মিলারাও চাল পাঠাচ্ছেন নিয়মিত। তবুও তাদের বাড়তি দরেই সংগ্রহ করতে হচ্ছে। চালের মূল্যবৃদ্ধির জন্য মিলার, আড়ৎদার ও খুচরা বিক্রেতারা এক অপরকে দুষছেন।

করোনার কারণে বাড়তি পরিবহন খরচকে দায়ী করা হচ্ছে। সরকারি গুদামে খাদ্যশস্যের মজুত বাড়ানোর তাগিদও উঠে আসছে। রাজধানীতে খুচরা পর্যায়ে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৬৫ টাকা। আর ৬০ টাকায় মিলছে নাজির শাইল। প্রিমিয়াম নাজির শাইলের জন্যে গুনতে হবে ৮০ টাকা। আর ব্রি ২৮ প্রতি কেজির দাম ৫০ টাকা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply