ব্রিটেনের সাথে উত্তেজনার মধ্যেই ভূমধ্যসাগরে রাশিয়ার মহড়া

|

ব্রিটেনের সাথে উত্তেজনার মধ্যেই ভূমধ্যসাগরে রাশিয়ার মহড়া

ব্রিটেনের সাথে চলমান উত্তেজনার মধ্যেই ভূমধ্যসাগরে সামরিক মহড়া শুরু করেছ রাশিয়া। এতে অংশ নিয়েছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান।

ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে শুক্রবার এই মহড়া শুরু হয়। সাগরের ওই এলাকায় ব্রিটিশ নৌবহর অবস্থান করছে।

মস্কো জানায়, মহাড়ার অংশ হিসেবে খিঞ্জাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম দুটি যুদ্ধবিমান সিরিয়ায় পৌঁছায়। এই প্রথম খিঞ্জাল ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান রুশ সীমান্তের বাইরে মোতায়েন করা হলো। এই মহড়া বেশ কয়েকটি যুদ্ধজাহাজ, দুটি সাবমেরিন ও বিভিন্ন ধরণের যুদ্ধবিমান অংশ নিচ্ছে।

গেল সপ্তাহে জলসীমা অতিক্রমের অভিযোগে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ারকে সতর্ক করতে গুলি ও বোমা নিক্ষেপ করে রুশ যুদ্ধজাহাজ ও বিমান। এরপর থেকেই উত্তেজনা চলছে দুই দেশের মধ্যে।

এনএনাআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply