কানাডার একাধিক আবাসিক স্কুলে আদিবাসী শিশুদের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় ক্ষুব্ধ দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গির্জা পরিচালিত স্কুলে অপরাধের জন্য কানাডায় গিয়ে ক্ষমা চাওয়ার জন্য পোপ ফ্রান্সিসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, পোপ ফ্রান্সিসের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। জানিয়েছি, এত বড় ঘটনায় ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। বরং ভুক্তভোগী পরিবারগুলোর সামনে দাঁড়ানো উচিত তার। কানাডার মাটিতে দাঁড়িয়েই আদিবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত।
Leave a reply