শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

|

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে ইংল্যান্ড। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।

শনিবার (২৬ জুন) সাউদাম্পটনে টসে হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়েন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। বেয়ারস্টো করেন ৫১ রান অন্যদিকে ৭৬ রানে ফেরেন ডেভিড মালান। আর কেউ বড় রান না পেলেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে ইংল্যান্ড। দুশমান্ত চামিরা নেন ৪ উইকেট।

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে রান তাড়া করতে নেমে বেশি সুবিধা করতে পারেনি লঙ্কানরা। ইংলিশ বোলারদের তোপের মুখে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ৯১ রানে অলআউট হয়ে যায় তারা। মাত্র তিন শ্রীলঙ্কান দুই অঙ্কের দেখা পান। ইংলিশ বোলরাদের হয়ে ২৭ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন ডেভিড উইলি। এছাড়া স্যাম কুরান নেন দুই উইকেট। ম্যাচসেরা হন ডেভিড মালান।

এই জয়ে সিরিজের তিন ম্যাচেই জয় নিয়ে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইংলিশরা। সিরিজসেরা হয়েছেন স্যাম কারান।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জেতার পর, পরেরটি ৫ উইকেট জিতে সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড। আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply