গোপালগঞ্জে মানা হচ্ছেনা লকডাউনের বিধি নিষেধ

|

স্টাফ রির্পোটার:

গোপালগঞ্জে সাধারন মানুষ মানছেন না লকডাউনের কোনো বিধি নিষেধ। লকডাউন কার্যকর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা ও পুলিশ প্রশাসন।

রোববার (২৭ জুন) গোপালগঞ্জ জেলা শহরের পুরাতন বাজার রোড, কাপড়পট্টি, চৌরঙ্গী, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কাঁচাবাজারসহ বিভিন্ন দোকান ও মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে অনেককেই। মাস্ক না পরে বাইরে বের হয়েছেন এমন মানুষের সংখ্যাও নেহায়েত কম না।

ঢাকা-খুলনা মহাসড়ক ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল ও গোপালগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে জেলা শহরে অসংখ্য ইজি বাইক, মাহেদ্র, রিক্সা ও ভ্যান চলাচল করতে দেখা গেছে। এসব যানবাহনে অধিক যাত্রী পরিবহন করার পাশাপাশি দ্বিগুন ভাড়া নিচ্ছেন চালকেরা।

এদিকে, গত ২৪ ঘন্টায় ৮১টি নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ৪০ জনের দেহে। সনাক্তের হার শতকরা ৪৯%। এছাড়া এখন পর্যন্ত জেলায় মোট ২৫ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষায় সনাক্ত হয়েছে ৪ হাজার ৬৬৯ জন। মোট মৃত্যুবরন করেছেন ৫১ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৮ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply