কোহলির ব্যাটিং ও অধিনায়কত্ব নিয়ে টুইটারে বিতর্ক

|

সাউদাম্পটনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সে হতাশ তাদের সমর্থকেরা। হতাশ তারা ভিরাট কোহলির পারফরম্যান্সেও। তাদের মধ্যে কেউ কেউ কোহলি এবং তার অধিনায়কত্বের দিকেও আঙুল তুলেছেন।

সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলেছেন, ইরফান হয়তো কোহলির প্রশংসা করার জন্য পয়সা পাচ্ছে। চামচাগিরিরও একটা সীমা থাকা উচিত!

ইরফান পাঠানও জবাবে বলেছেন, সেরা খেলোয়াড়ের প্রশংসা কেন করা যাবে না? তবে পাঠানের এই কথার জবাবে আবার উক্ত টুইটার ব্যবহারকারী পাল্টা টুইটে বলেছেন, ফ্যানবয়ের আচরণ করার সময় এখন না। সেরা খেলোয়াড়েরও সীমাবদ্ধতা আছে এবং সেদিকেও আঙুল তোলা উচিত।

উল্লেখ্য, দ্য আল্টিমেট টেস্টের প্রথম ইনিংসে ৪৪ রানে আউট হওয়া কোহলি রান করতে সক্ষম হননি দ্বিতীয় ইনিংসেও, মাত্র ১৩ রান করেই আউট হন তিনি। উভয় ইনিংসেই ভারত অধিনায়ক আউট হন ম্যাচ সেরা কাইল জেমিসনের বলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply