হঠাৎ লকডাউনে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য

|

হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও লকডাউনে গেলো অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য। শনিবার থেকে চলছে দু’সপ্তাহের বিধিনিষেধ। চলবে ৯ জুলাই মধ্যরাত পর্যন্ত। এসময় জরুরি সেবা ছাড়া অফিস-আদালত বন্ধ থাকবে। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার ওপর রয়েছে কড়াকড়ি।

কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ৩০ জনের শরীরে শনাক্ত হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। রাজ্যটিতে এ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা ১১০ জন। সংক্রমিতরা সবাই রয়েছে নিবিড় পর্যবেক্ষণে। তাদের মাধ্যমে ব্যাপকভাবে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই জারি করা হয়েছে লকডাউন।

টিকা কার্যক্রমের মধ্যেই গত কয়েক মাসে অস্ট্রেলিয়ায় বাড়ছে করোনার বিস্তার। চলছে গণহারে নমুনা পরীক্ষা। শনিবারেও রাজ্যটির কমপক্ষে ৫২ হাজার মানুষকে করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply