কারাগারে বিরোধী নেতার মৃত্যুতে ৪র্থ দিনেও উত্তাল ফিলিস্তিন

|

কারাগারে বিরোধী নেতার মৃত্যুতে ৪র্থ দিনেও উত্তাল ফিলিস্তিন

কারাগারে বিরোধী নেতার মৃত্যুতে ৪র্থ দিনের মতো ক্ষোভে উত্তাল ফিলিস্তিন। রোববারও রামাল্লায় নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদাঁনে গ্যাস, ফাঁকা রাবার বুলেট ছোঁড়ে নিরাপত্তা সদস্যরা। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। নীতিমালা ভঙ্গের দায়ে আটক হন অনেকে। এসময় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

ভিডিও বার্তায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ’র কঠোর সমালোচনা করেন ৪৩ বছরের মানবাধিকারকর্মী ও বিরোধী নেতা নাইজার বেনেট। এরপরই নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।

এসময় লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ তোলে পরিবার। পুলিশি হেফাজতে থাকার সময়ই তার মৃত্যু হয়।

বিশ্লেষকরা ঘটনাটিকে লজ্জাকর বলছেন। তাদের বক্তব্য, ইসরায়েলের সাথে ১১ দিনের সহিংসতার সময় যে ফিলিস্তিন ঐক্যবদ্ধ ছিলো; আজ তারাই জড়াচ্ছে অভ্যন্তরীন কোন্দলে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply