রাখাইনে পৃথক স্থানে তিনটি বোমা বিস্ফোরণ

|

মিয়ানমারের রাখাইনে পৃথক স্থানে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বোমা বিস্ফোরিত হয় রাজ্য সরকারের সচিবের বাড়ির সামনে। শনিবার ভোররাতে, রাজ্যের রাজধানী সিতওয়েতে এসব বিস্ফোরণ ঘটে।

এতে এক পুলিশ কর্মকর্তার সামান্য আহত হওয়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শহরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এ ঘটনায় এখনও দায়স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে রোহিঙ্গাদের ওপর চলমান সেনা নিপীড়নের মধ্যে সম্প্রতি কয়েকবার সহিংসতার ঘটনা ঘটেছে রাখাইনে। এসব ঘটনার জন্য সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে দায়ী করে আসছে মিয়ানমার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply