রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্ত করবে পুলিশ: আইজিপি

|

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনা পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি বেনজীর আহমেদ। এখন পর্যন্ত এ ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

সোমবার মগবাজারের বিস্ফোরণের ঘটনা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, এখন পর্যন্ত এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। এখনও ভবনের ভেতরে মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। সঠিক তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করা হবে।

উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে রাজধানীর মগবাজারের ওয়ারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জানা যায়, ভবনটিতে থাকা সিঙ্গারের শোরুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের ভবন ও রাস্তায় থাকা বিভিন্ন যানবাহনের গ্লাস ভেঙে পড়ে। রক্ষা পায়নি রাস্তার অপর প্রান্তে থাকা আড়ংয়ের শোরুমের গ্লাসও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply