রাজধানীর মগবাজারে বিস্ফোরণে নিহত ব্যক্তিদের দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এছাড়াও আহতদের চিকিৎসায় ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
জানা গেছে, আজ সোমবার (২৮ জুন) সকালে বিস্ফোরণে নিহতদের স্বজনদের হাতে ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম দাফনকাজের জন্য ২০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন। তবে মৃতদের মধ্যে তিনজনকে এখনও শনাক্ত করা সম্ভব না হওয়ায় তাদের স্বজনদের না পাওয়া যাওয়ায় তাদের অর্থ তুলে দেওয়া হয়নি।
এদিকে আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা এখনও প্রদান করতে পারেনি জেলা প্রশাসন। তারা বলছে, দুর্ঘটনার পর তারা বিভিন্ন হাসপাতালে চলে যাওয়ায় তাদের শনাক্ত করা যায়নি। তাদের খুঁজে বের করে এই অর্থ দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজারের ওয়ারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জানা যায়, ভবনটিতে থাকা সিঙ্গারের শোরুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের ভবন ও রাস্তায় থাকা বিভিন্ন যানবাহনের গ্লাস ভেঙে পড়ে। রক্ষা পায়নি রাস্তার অপর প্রান্তে থাকা আড়ংয়ের শোরুমের গ্লাসও।
Leave a reply