জুলাই মাসের প্রথম সপ্তাহে ভ্যাকসিনের বড় চালান পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।
সোমবার দুপুরে আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। বলেন, বিশ্বজুড়ে ভ্যাকসিন নিয়ে পলিটিক্স চলছে; তাই টিকা পেতে দেরি হচ্ছে। ডিজি জানান, কোভ্যাক্সের কাছে অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন চাওয়া হয়েছে। আগস্ট মাসের মাঝামাঝি সময় এই টিকা দেশে আসতে পারে বলেও জানান তিনি।
এছাড়া ফাইজারের টিকা প্রবাসীদের দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান ডা. খুরশীদ আলম।
এনএনআর/
Leave a reply