জাতীয় দলে ফেরার প্রত্যাশায় ডিপিএল সেরা রাব্বি

|

শুধু সাদা পোশাকে নয়, রঙিন পোশাকেও ভালো করার সামর্থ্য আছে, বিসিবি চাইলে আস্থা রাখতে পারে বলে জানিয়েছেন ডিপিএলে এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী কামরুল ইসলাম রাব্বি। দীর্ঘ দিনের অভিজ্ঞতার সাথে ক্যারিয়ারের পিক টাইমকে কাজে লাগাতে মুখিয়ে আছেন কামরুল। আছেন সুযোগের অপেক্ষায়।

সাদা পোশাকের ক্রিকেটের অভিষেক ২০১৬ সালে। তবে জাতীয় দলের জার্সিতে সব শেষ খেলেছেন ২০১৮ তে। আন্তর্জাতিক অঙ্গনে ৭ টেস্টে ৮ উইকেট রাব্বির নামের পাশে বেমানান হলেও ঘরোয়া ক্রিকেটে বরাবরই সফল কামরুল ইসলাম রাব্বি। ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ তে ১৭ ম্যাচে ১৪ গড়ে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৫ উইকেট। টেস্ট ফরম্যাটের জন্য বিবেচিত রাব্বি বরাবরই ছিলেন সাদা বলেও রঙিন। এবার শুধু টেস্ট নিয়ে পড়ে থাকতে চান না রাব্বি। নিতে চান রঙিন পোশাকের চ্যালেঞ্জ।

২০০৮ সালে বিসিবির পেসার হান্ট দিয়ে উঠে আসা রাব্বি সমান তালে দাপিয়ে বেড়িয়েছেন দেশের ঘরোয়া ক্রিকেট। খেলেছেন অনূর্ধ্ব-১৯ দল, একাডেমি এইচপি ও জাতীয় দলের হয়ে। রাব্বির বয়স এখন ৩০ ছুঁই ছুঁই। স্কিল ও অভিজ্ঞতার সমন্বয়ে সেরা সময় পার করছেন এই পেসার। আছেন জাতীয় দলে ডাক পাবার অপেক্ষায়।

দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা কামরুল ইসলামের জায়গা হয়নি জিম্বাবুয়ের সফরের দলেও। তবে সাম্প্রতিক পারফরম্যান্স তাকে জায়গা করে দিতে পারে বিসিবির নতুন ছায়া জাতীয় দল-বাংলাদেশ টাইগারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply