সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন এমবাপ্পে

|

সুইজারল্যান্ডের কাছে ৫-৪ গোলে হেরে ইউরোর এবারের আসর থেকে বিদায় নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। মূলত এমবাপ্পের পেনাল্টি মিসেই হারের খেসারত গুনতে হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নকে। পেনাল্টি মিসের পর সমর্থকদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে।

রোমানিয়ার বুখারেস্টে ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিলো ফ্রান্স। উত্তেজনা পূর্ণ ম্যাচের ৯০ মিনিট পরে ফলাফল দাঁড়ায় ৩-৩ গোল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই এমবাপ্পের পেনাল্টি মিসে ফ্রান্সকে বিদায় নিতে হয় ইউরো থেকে।

আরও পড়ুন >> ফ্রান্সের জয়ের মালা ছিনিয়ে নিয়ে শেষ আটে সুইজারল্যান্ড

তাঁর এমন পরিস্থিতিতে এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তি ফুটবলার পেলে। সেইসাথে দলের কোচ দিদিয়ে দেশমও মনে করেন এমবাপ্পে নিজের শতভাগ দিয়েই ম্যাচটি খেলেছে। কিন্তু আবেগপ্রবণ হয়ে নিজের ভুল ভেবে টুইটারে একটি বড় চিঠি লিখে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। যেখানে তিনি সমর্থকদের জানান তাঁর সামনে অনেক কঠিন সময় আসতে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply