মেহেদী উল্লাহর প্রথম উপন্যাস ‘গোসলের পুকুরসমূহ’ মেলায়

|

মেলায় এসেছে মেহেদী উল্লাহর প্রথম উপন্যাস গোসলের পুকুরসমূহ। প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। বইমেলায় ঐতিহ্যের প্যাভিলিয়ন, ১৬ তে বইটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন  ধ্রুব এষ। দাম রাখা হয়েছে ১৭০ টাকা।

উপন্যাসের নামকরণ ও বিষয় নিয়ে জানতে চাইলে মেহেদী জানান, গোসলের পুকুরসমূহ উপন্যাসে ‘পুকুর’ আসলে সময়ের সমার্থক। উত্তম পুরুষে বর্ণিত এই উপন্যাসে পকুরই সময়। প্রধান চরিত্রের শৈশব, কৈশোর পুকুর সূত্রে বাঁধা। খরচ হয়ে যাওয়া জীবনকে সে গোসলের পুকুরসমূহের সাহায্যেই ভালো স্মরণ রাখতে পারে। স্বাভাবিক ভাবে মানুষ যেটা মনে রাখে ক্লাস গুনে গুনে বা সাল হিসাব করে। আর একেকটা পুকুর একেকটা অধ্যায় যেন। বারোজন প্রেমিকার স্মৃতি; বিভিন্ন সময়ে তাদের সঙ্গে প্রেমের দিনগুলোতে পুকুর সমূহে গোসলের বৃত্তান্ত রয়েছে। আমরা বলতে পারি, পুকুরের সুবাদে নির্মিত উপন্যাসটির প্রেক্ষাপট স্বাধীনতা-পরবর্তী সময়ের সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি, শিক্ষাব্যবস্থা, খেলা, পুরাণ, কিংবদন্তি, যোগাযোগ, উন্নয়নসহ নানা প্রসঙ্গ-গোসল উপলক্ষে বাংলাদেশের উপাখ্যান।’
অভিনব আইডিয়া, নতুন ধরনের বিষয় ও আঙ্গিকে রচিত ‘গোসলের পুকুরসমূহ’ পাঠকের ভালো লাগবে বলে বিশ্বাস করেন মেহেদী উল্লাহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply