‘দেশের চেয়ে আইপিএলকে বেশি প্রাধান্য দেয়া খেলোয়াড়দের জাতীয় দলে নেয়া বন্ধ করুন’

|

আন্তর্জাতিক ম্যাচের চেয়ে আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অধিক প্রাধান্য দেয়া খেলোয়াড়দের জাতীয় দলে বিবেচনা না করার দাবি জানিয়েছেন স্পিন জাদুকর শেন ওয়ার্ন। বেশ কিছুদিন ধরেই ওয়ার্ন এবং সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন খেলোয়াড়দের অতিরিক্ত আইপিএল প্রীতির দিকে আঙুল তুলে আসছিলেন।

এই আলোচনাটি আবার পালে হাওয়া পায় যখন ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় নিউজল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলে আইপিএলে খেলার অনুমতি চায় এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের সেই অনুমতিকে গ্রাহ্য করে। ২০১৪ সালের পর সেই সিরিজেই প্রথম নিজ দেশে সিরিজ হারে ইংল্যান্ড।

তার কয়েক সপ্তাহ পর অস্ট্রেলিয়ার সাতজন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিরুদ্ধে দুটি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় আইপিএল খেলার জন্য। সেই প্রেক্ষিতেই ওয়ার্ন ও ভন নতুন করে দাবি জানালেন যেসব খেলোয়াড় তাদের দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলে খেলাকে বেশি প্রাধান্য দেয় তাদের ব্যাপারে বোর্ডগুলোর উচিত আরও কঠোর হওয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply