জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য সদস্য রাষ্ট্রগুলোর ৬০০ কোটি ডলার বরাদ্দ

|

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য সদস্য রাষ্ট্রগুলো প্রায় ৬০০ কোটি ডলার বরাদ্দ দিলো। আজ সাধারণ পরিষদ চূড়ান্ত অনুমোদন দিলে এটি হবে মিশনের এক বছরের বাজেট।

মঙ্গলবার (২৯ জুন) ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ব্যয়ের জন্য এ বরাদ্দ গৃহীত হয়। কূটনীতিকরা বলছেন, এর মাধ্যমে অল্পের জন্য বিভিন্ন দেশে পরিচালিত ১২টি মিশন বন্ধ হওয়া থেকে রক্ষা পেলো।

জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা জানান, বিভিন্ন শান্তিরক্ষা মিশনকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দেয়া হয়েছিলো। কারণ, আলোচনা প্রক্রিয়ায় পরিবর্তন, অস্ত্র-গোলাবারুদ নিয়ে বিরোধ এবং চীনের বিরুদ্ধে পশ্চিমাদের কঠোর অবস্থানের কারণে পিছিয়ে যায় বাজেট বরাদ্দ।

উল্লেখ্য, শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র, তারা বাজেটের ২৮ শতাংশ বহন করে। এরপরই রয়েছে চীন ও জাপান। আর শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য গৌরবময় অবস্থানে রয়েছে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply