এবারের লকডাউনে যা যা বন্ধ থাকছে

|

করোনা সংক্রমণ রোধে আগামীকাল ভোর ৬টা থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধিনিষেধ চলাকালে জরুরি সেবা ছাড়া সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে যন্ত্রচালিত কোনো যান চলবে না। বন্ধ থাকবে শপিংমল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র।

নিষেধাজ্ঞা কার্যকর থাকবে জনসমাবেশ ও সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও। শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় বিক্রি করা যাবে। খাবারের দোকান খোলা রাখা যাবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। তবে, শুধু টেকওয়ে সার্ভিস চালু থাকবে।

তবে ব্যাংকিং কার্যক্রম ও মসজিদে নামাজ আদায় নিয়ে আলাদা নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক ও ধর্ম মন্ত্রণালয়। এদিকে সংসদ থেকে বের হয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সব একসাথে বন্ধ করা যাবে না।

অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকবে সশস্ত্রবাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply