লকডাউনে সারাদেশে মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী: আইএসপিআর

|

করোনা মহামারির বিস্তার ঠেকাতে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন বাস্তবায়নে সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী কাজ করবে।

বুধবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

আইএসপিআর বলেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ১-৭ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।

এর আগে, লকডাউন কঠোরভাবে পালনের কথা জানিয়ে তা কার্যকরে পুলিশ, বিজিবির পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েন রাখার কথা গত শুক্রবার দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আইএসপিআর থেকে আজ বিষয়টি আবারও নিশ্চিত করা হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply