কলম্বিয়ায় ছয় টনের বেশি কোকেন জব্দ

|

মাদকবিরোধী অভিযানে ছয় টনের বেশি কোকেন জব্দ করেছে কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী। দেশটির উপকূলীয় অঞ্চল নারিনো প্রদেশ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ এই মাদক।

অভিযানকালে গ্রেফতার হয়নি কেউ। তবে সরকারের অভিযোগের তীর বামপন্থী সশস্ত্র গোষ্ঠি ন্যাশনাল লিবারেশন আর্মির দিকে। যদিও সরকারের এ দাবি অস্বীকার করেছে সংগঠনটি। রাজনৈতিক সুনাম নষ্ট করতেই এই অপপ্রচার চালাচ্ছে সরকার, এমন দাবি সংগঠনটির। বহু আগে থেকেই এনএলএ’র বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, অবৈধ খনি পরিচালনার মতো বিভিন্ন অভিযোগ জানিয়ে আসছে কলম্বিয়া সরকার।

বিশ্বের কোকেন উৎপাদন এবং মাদক পাচারকারি দেশগুলোর তালিকার শীর্ষে কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের চাপের মুখে কয়েক বছর ধরেই মাদকবিরোধী অভিযান জোরালো হয়েছে দেশটিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply