মিয়ামিতে ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮

|

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে ভবন ধসের ঘটনায় আরও ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবারের দুর্ঘটনায় এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১৮।

প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মরদেহ উদ্ধার হলো বুধবার (৩০ জুন)। মিয়ামির মেয়র ফ্রান্সিস জেভিয়ার সুয়ারেজ জানান, উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে ২টি শিশু। এখনও নিখোঁজ ১৪৭ জন। তাদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

গত কয়েকদিন উদ্ধারকাজ অনেকটা ম্যানুয়াল পদ্ধতিতে হলেও, এবার ভারি সরঞ্জাম ব্যবহারের অনুমতি চেয়েছে উদ্ধারকারীরা। আর কারও জীবিত উদ্ধারের আশা না থাকায়, দ্রুত ধ্বংসস্তুপ পরিষ্কারের পরিকল্পনা তাদের। গত বৃহস্পতিবার মধ্যরাতে ধসে পড়ে মিয়ামির ১২ তলা চ্যাম্পলিন টাওয়ারের একাংশ। ২০১৮ সালেই, ভবনটির কাঠামোগত ত্রুটির কথা জানিয়েছিলেন প্রকৌশলীরা। আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট জো বাইডেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply