কানাডায় তাপদাহে মৃত্যু ২৩০ ছাড়িয়েছে

|

কানাডায় তাপদাহ অব্যাহত। বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত অন্তত ২৩০ জনের মৃত্যুর খবর জানা গেছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে সোমবার থেকে লিপিবদ্ধ করা হচ্ছে এ প্রাণহানি।

জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজ্যটিতে মঙ্গলবারও ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে, হিট স্ট্রোক এবং সংশ্লিষ্ট রোগে আক্রান্ত কয়েকশ মানুষ। নিহতদের বেশিরভাগই প্রবীণ কানাডিয়ান এবং কারাগারের বন্দি। আলবার্তা-সাসকাচুয়ান ও ইউকন রাজ্যেও জারি করা হয়েছে তাপদাহের সতর্কতা।

এদিকে ১৯৪০ সালের পর মার্কিন শহর পোর্টল্যান্ড ও সিয়াটল দেখছে সর্বোচ্চ তাপমাত্রা। অধিবাসীদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পানি এবং তরল খাবার গ্রহণের কথাও বলছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের মতামত, বৈশ্বিক উষ্ণতার প্রভাব দেখতে শুরু করেছে বিশ্বের শীতলতম দেশগুলোও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply