জিম্বাবুয়ে সফরে টাইগারদের প্রথম দিনের অনুশীলন

|

জিম্বাবুয়ে পৌঁছে বৃহস্পতিবার প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। স্থানীয় সময় দুপুর পৌনে দুইটায় হারারে স্পোর্টস ক্লাবে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ। শুরু থেকেই সাকিব আল হাসান স্পট লাইটে। করোনা নেগেটিভ সনদ হাতে পেতেই একদিন পর দলের সাথে যোগ দেওয়া দেশসেরা এই ক্রিকেটার দেরি করেননি অনুশীলনে যোগ দিতে।

সাকিবের মতো আকর্ষণ ছিল দলের নতুন দুই কোচ স্টাফ রঙ্গনা হেরাথ ও প্রিন্সকে ঘিরেও। প্রথম অনুশীলন সেশনে দলের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছেন এই দুই কোচও।

গত কয়েক সিরিজেই ফিল্ডিং নিয়ে নানা কটু কথা শুনতে হয়েছে ক্রিকেটারদের। জিম্বাবুয়ে সিরিজে সেই অপবাদ থেকে সরে আসতে বাড়তি মনোযোগ ফিল্ডিংয়ে উন্নতিতে। সেকারণেই হয়তো জিম্বাবুয়ে মিশন শুরু হলো ফিল্ডিং অনুশীলন দিয়েই।

জিম্বাবুয়েতে চলছে শীত মৌসুম। রাতের তাপমাত্রা নেমে আসে ৫ ডিগ্রি পর্যন্ত। সারাদিনই বইছে হিমেল হাওয়া। সেকারণেই টেস্ট সিরিজের টনিক হতে পারেন পেসাররা। যেমনটি হয়েছিল ২০১৩ সালের সফরে। সাতক্ষীরার পেসার রবিউল ইসলাম হয়েছিলেন সিরিজ সেরা। সেটি মনেও আছে এবারের দলে থাকা পেসারদের।

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের দাপুটে পারফরম্যান্সে মনে হতেই পারে, এই সিরিজেও তেমন কিছুই হবে। তবে জিম্বাবুয়ের মাটিতে চিত্রটা ভিন্ন হবার শঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। পার্থক্যটা গড়ে দিতে পারে হারারের পেস সহায়ক উইকেট… তাইতো জিততে হলে দিতে হবে সেরাটা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply