টিকা নিবন্ধনে অগ্রাধিকার পাবেন সৌদি ও কুয়েত প্রবাসীরা

|

টিকা নিবন্ধনে অগ্রাধিকার পাবেন সৌদি ও কুয়েত প্রবাসী কর্মীরা। সার্ভার সচল হলে কাল থেকে নিবন্ধনের ব্যবস্থা থাকবে। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম। তবে গতকালের মত আজও টিকা পাওয়া নিয়ে বিড়ম্বনায় প্রবাসীরা।

কর্মকর্তার দাবি, একই সময়ে অনেকেই অ্যাপস ব্যবহার করার চেষ্টা করছেন, এতে সার্ভার বারবার ডাউন হয়ে যাচ্ছে। লকডাউনের মধ্যে ঘরে বসে প্রবাসীদের নিবন্ধন করার অনুরোধ করেছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রবাসী কর্মীরা বলছেন, সমন্বয়হীনতায় ভুগছেন রেমিটেন্স যোদ্ধারা। বৃষ্টি ভেজা সকালে মন্ত্রণালয়ের সামনে ভিড় করেন অনেকেই। বলছেন, নতুন করে নিজ নিজ জেলা থেকে নিবন্ধনের জন্যে বলা হলেও লকডাউনের কারণে তা সম্ভব হচ্ছে না।

রাজধানীসহ সারা দেশের ৫৪টি কেন্দ্রে নিবন্ধনের জন্য ভিড় করেন প্রবাসীরা। সব কেন্দ্রেই নিবন্ধন করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply