বিরল রোগে আক্রান্ত আব্বাসের বায়েপসি সম্পন্ন

|

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর সুচিকিৎসার ব্যবস্থা হওয়া বিরল রোগে আক্রান্ত আব্বাস শেখের বায়েপসি সম্পন্ন হয়েছে। শনিবার মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

আব্বাসের চিকিৎসায় নিয়োজিত সার্জিক্যাল টিমের সদস্য সহযোগী অধ্যাপক ডা. একেএম রুহুল আমীন বলেন,আব্বাসের বায়েপসি সম্পন্ন করা হয়েছে। বায়েপসি রিপোর্টের ফল পেতে সাধারণত তিন থেকে পাঁচ দিন লাগবে। এছাড়া অন্য কিছু রিপোর্ট হাতে এসেছে। যেগুলো আমরা নিরীক্ষণ করছি ।

হাসপাতালটির সিইও অধ্যাপক ডা. এমএ আজিজ সাংবাদিকদের বলেন, আব্বাসের শরীর থেকে যে দুর্গন্ধ বের হতো তা অনেকটা কমে গেছে। আব্বাসকে আগের থেকে একটু স্বাভাবিক মনে হচ্ছে। আমরা ধারণা করছি ওর শরীরে ভিটামিন ও আইরনের ঘাটতি আছে। আমরা শুরু থেকেই আব্বাসকে সুষম খাদ্য দিচ্ছি।

এদিকে, গ্রামের বাড়িতে আব্বাসের প্রতিবন্ধী বোন শারমিন আক্তার ও ফুফু ইসমত আরার চিকিৎসা করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে বিরল রোগে আক্রান্ত কিশোর আব্বাসকে নিয়ে যমুনা টেলিভিশনে একাধিক সংবাদ প্রচার করা হয়। এসব সংবাদ দেখার পর আব্বাস শেখের চিকিৎসার দায়িত্ব নেয়ার ইচ্ছা পোষণ করেন সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply