বিএনপি মানে ‘বাংলাদেশ না পাকিস্তান’: সংসদে প্রধানমন্ত্রী

|

ফাইল ছবি।

বিএনপি মানে বাংলাদেশ না পাকিস্তান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি রাতে কারফিউ। একাশি সালে যখন বাংলাদেশে এসেছি তখনও কারফিউ। পঁচাত্তর সাল থেকে এই পর্যন্ত কারফিউ। জিয়াউর রহমান দিয়েছিল কারফিউ গণতন্ত্র। জিয়াউর রহমান অনেকগুলো দল করার সুযোগ দিয়েছিল এটা ঠিক কিন্তু সেখানে কোনো গণতন্ত্রের চর্চা ছিল না। আর সেখানে নির্বাচনের যে রেজাল্ট তা আগেই নির্ধারিত ছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, ৭৮ সালের হ্যাঁ না ভোট, ৭৯ সালের নির্বাচন সবই ছিল খেলা। তারপরে ৮৬ সালে এরশাদ সাহেব আট চল্লিশ ঘণ্টা রেজাল্ট আটকিয়ে রেখে আওয়ামী লীগকে হারালো। জিয়া, খালেদা জিয়া ও এরশাদ একই বৃত্তের কয়েকটি ফুল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply