ম্যারাডোনার স্মৃতিকে ট্যাটুতে আঁকলেন ইনসিনিয়া

|

বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি। এই ম্যাচেই নতুন করে দৃষ্টি কেড়েছে ম্যারাডোনার ট্যাটু। ম্যাচ সেরা ইতালি ফুটবলার লরেঞ্জো ইনসিনিয়ার বাঁ পায়ে করা ম্যারাডোনার ট্যাটুটি অনেক আগের হলেও নতুন করে আলোচনায় ইউরোর আসরে।

২০২০ সালে ম্যারাডোনার প্রতি ভালোবাসা প্রকাশে এই ট্যাটু করেছিলেন ইনসিনিয়া। ক্লাব ফুটবলে নাপোলির হয়ে খেলা এই ফুটবলার গায়ে জড়াতে পারেননি প্রিয় ১০ নাম্বার জার্সি। ম্যারাডোনার সম্মানে জার্সিটি তুলে রেখেছে নাপোলি। এতে তার আক্ষেপের কী আছে, প্রিয় ফুটবলারকে যে সাথেই বয়ে বেড়ান এই ইতালিয়ান ফুটবলার।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে প্রথম গোলে দারুণ অবদান ছিলো ইনসিনিয়ার। আর সেমিফাইনালের পথে জয়সূচক গোলটি এসেছে তার পা থেকেই। হয়েছেন ম্যাচ সেরাও। ম্যাচ সেরার ট্রফি নিয়ে ছবি তুলতে গিয়ে দেখিয়েছেন ম্যারাডোনার ট্যাটুটিও।

এভাবেই স্মরণে, ভালোবাসায় বেঁচে থাকেন কিংবদন্তিরা। আর তাদের বাঁচিয়ে রাখেন ভক্তরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply