করোনার থিমে বানানো হল বিশ্বের সর্বোচ্চ বালুর ভাস্কর

|

করোনার থিমে বানানো হল বিশ্বের সর্বোচ্চ বালুর ভাস্কর

ছবি: সংগৃহীত

করোনার থিমে বানানো হল বিশ্বের সর্বোচ্চ বালুর ভাস্কর। গত সপ্তাহে ডেনমার্কে উন্মোচন করা হয় ৭০ ফুট উচ্চতার এই ভাস্কর্যটি।

শুক্রবার গিনেচ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখায় এটি। ডাচ নাগরিক উইলফ্রেড স্টিজগার ভাস্কর্যটি এপুরোটাই সাজিয়েছেন করোনার বিভিন্ন আঙ্গিকে। এর চূড়ায় বসিয়েছেন কোভিড-১৯ এর ভাইরাসের প্রতিকৃতি। দেয়ালে রেখেছেন ভ্যাকসিনের প্রতিকৃতি। এই ভাস্কর্য বানাতে তিনি ব্যবহার করেছেন ৪৮ টন বালু আর ১০ শতাংশ মাটি। মজবুত করতে ব্যবহার করেছেন একটি কাঠের ফ্রেমও। আগামী শীত পর্যন্ত এটিকে টিকিয়ে রাখতে দেয়া হয়েছে বিশেষ আঠা।

গেল বছর সর্বোচ্চ বালুর ভাস্কর্য বানিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন জার্মানির এক শিল্পী। প্রতি গ্রীষ্মেই ডেনমার্কের ব্লোখুসে বালুর ভাস্কর্য বানানোর প্রতিযোগিতা চলে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply