ছয় জেলায় করোনা ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু

|

কুষ্টিয়া, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, ঠাকুরগাঁও ও চট্টগ্রামে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭০ জন মারা গেছে। এদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই মারা গেছেন ১৯ জন যা মহামারী শুরুর পর একদিনে সর্বোচ্চ। মৃতদের মধ্যে ১৩ জন করোনা পজেটিভ আর বাকী ৬ জনের উপসর্গ ছিলো।

খুলনায় বিশেষায়িত তিনটি হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিলো ১৪ জন।

রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২ জন। বিভাগীয় এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল করোনা ও উপসর্গে নিয়ে মারা গেছে ১১ জন। সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। চট্টগ্রামে মারা গেছে ৬ জন।

এদিকে সারা দেশে লকডাউনের চতুর্থ দিনেও কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশের চেকপোস্ট। টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও সেনাবাহিনী। যারা অপ্রয়োজনে বের হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অলিগলিতে নজরদারি অনেকটাই কম।

বরিশালে হাট-বাজারে ঠিকমতো মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেক ক্রেতা-বিক্রেতাকেই মাস্ক পড়তে দেখা যায়নি। কোনো তদারকি ছিলো না প্রশাসনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply