খুলনা বিভাগে গতকাল শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে আজ রোববার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৪৬ জন মৃত্যুবরণ করেছে। এটি খুলনা বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ১ জুলাই ৩৯ জনের মৃত্যু হয়েছিলো।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩০৪ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ৪৬ জনের মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে ৭ জন, ঝিনাইদহে ২ জন, মাগুরায় ২ জন ও চুয়াডাঙ্গায় ২ জন মারা গেছে। এছাড়া বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে মারা গেছে ১ জন করে।
Leave a reply