কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

|

কুমিল্লায় চার ঘণ্টা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার ভোর থেকে প্রায় ৪ ঘণ্টা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিভিন্ন অংশে খাল দিয়ে পানি বের হতে না পারায় দুপুর পর্যন্ত পানিবন্দি হয়ে নগরবাসী দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল ৬টার আগে ১৩ মিলিমিটার ও ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দেখা গেছে কুমিল্লা নগরীর রেসকোর্স, চাঁনপুর, ফৌজদারী, চর্থা, মেডিকেল কলেজ
হাসপাতাল সড়ক, হাউজিং স্টেট, সংরাইশ, ঠাকুরপাড়া, কুমিল্লা শিক্ষাবোর্ড ও মহিলা
কলেজ এলাকা পানিতে ডুবে গেছে। বৃষ্টিতে নগরীর অনেক নিচু এলাকায় দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে করে মালামাল ও আসবাবপত্র নষ্ট হওয়ার
উপক্রম হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply