অলিম্পিকের মশাল হাতে ব্রাজিল কিংবদন্তি জিকো

|

জাপানের কাশিমা শহরে অলিম্পিকের মশাল হাতে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার জিকো

দরজায় কড়া নাড়ছে টোকিও অলিম্পিক। একই সাথে চলছে এবারের গেমসের শেষ মুহূর্তের মশাল রেলি। যেখানে রবিবার ব্রাজিল ফুটবল কিংবদন্তি জিকো অংশ নেন এই র‍্যালিতে।

জাপানের কাশিমা শহরের এই র‍্যালিতে অংশ নেন জিকো। এই শহরের ক্লাবেই ১৯৯১ থেকে ১৯৯৪ পর্যন্ত কাটিয়েছিলেন জিকোর। এরপর ২০০২ সালে জাপানের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি। তার অধীনে ২০০৬ বিশ্বকাপে খেলে জাপান।

উল্লেখ্য, ১২১ দিন ধরে দেশটির বিভিন্ন শহরে ঘুরছে অলিম্পিক মশাল। যার যাত্রা শেষ হবে ২৩ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply