কোয়ার্টার ফাইনালের আগে ফুরফুরে মেজাজে দ্য জোকার

|

নোভাক জোকোভিচের আরেক নাম দ্য জোকার। কারণ কোর্টের দাপুটে আচরণের পর বাইরে সবসময়ই খুনসুটিতে মেতে থাকেন জোকোভিচ। উইম্বলডনে একদিন বিরতি থাকায় ৪র্থ রাউন্ডের জন্য অনুশীলনে ঘাম না ঝরিয়ে তিনি টিমমেটদের সাথে সময় কাটাচ্ছেন ভিন্ন খেলা খেলে।

টেনিস কোর্টে ব্রিটিশদের বোলস আর ফ্রেঞ্চদের পেটানকিউ ধরনের এই খেলায় বল ছুড়ে দিতে হয়। এরপর পিছিয়ে থাকা দুই জনকে টার্গেট করে সজোরে আঘাত করেন বাকিরা। এই খেলায় ছিলেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন গোরান ইভানিসেভিচ। যাকে একবার পেতে হয়েছে বলের আঘাত।

দ্য জোকার একবার পিছিয়ে পড়ে সাজা পেলেও, তাকে বল দিয়ে আঘাত করতে পারেনি কেউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply