গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে সিআরসেভেন

|

প্যাট্রিক শিক নন, গোল্ডেন বুটের দৌড়ে এখনো এগিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টুর্নামেন্টের নিয়মানুসারে গোল সমান হলে সেখানে বিবেচনায় আসবে অ্যাসিস্টের সংখ্যা। তাই সমান পাঁচ গোল হলেও এক অ্যাসিস্টের কারণে কিছুটা হলেও এগিয়ে আছেন রোনালদো।

৪ গোল করে তালিকায় এর পরেই আছেন লুকাকু, করিম বেনজেমা, এমিল ফর্সবার্গ। তবে এদের সবার দলই এরই মধ্যে ছিটকে গেছে ইউরো থেকে। সে কারণেই গোল্ডেন বুটের দৌড়ে ছোট দাবি নিয়ে টিকে আছেন শেষ চারের দল ইংল্যান্ড ও ডেনমার্কের হ্যারি কেন, রাহিম স্টালিং, ক্যাসপার ডলবার্গ। তবে এদের মাঝে আবার ১ অ্যাসিস্টে এগিয়ে আছেন রাহিম স্টার্লিং।

বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়া ম্যাচে চোখে ছিলো হতাশা, মুখে ছিল অপ্রাপ্তির ছাপ আর শরীর জুড়ে ছিলো ক্রোধ। হতাশায় ভর করে মাঠ ছাড়ার সময় তাই তো ছুঁড়ে ফেলা অধিনায়কের আর্মব্যান্ডটি। আন্তর্জাতিক কোনো আসরে সর্বোচ্চ গোল সংগ্রাহক হতে না পারা রোনালদো এবারের ইউরোতে এখনো এগিয়ে আছেন অন্য সবার থেকে।

রোনালদোকে টপকাতে হলে এদের আগামী ম্যাচগুলো করতে হবে দুটির বেশি গোল। এর আগ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোকে বেশ খানিকটা এগিয়ে রাখায় যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply