ফ্লোরিডার চ্যাম্পলিন টাওয়ার গুড়িয়ে দেয়ার পর আরও ৪ মরদেহ উদ্ধার

|

চ্যাম্পলিন টাওয়ার গুড়িয়ে দেয়ার পর চলছে উদ্ধার কাজ।

ফ্লোরিডার ‘চ্যাম্পলিন টাওয়ার’ গুড়িয়ে দেয়ার পর আরও ৪ বাসিন্দার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার পর্যন্ত উদ্ধার হলো ২৮ জনের দেহাবশেষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো হদিস মেলেনি ১১৭ বাসিন্দার। ঘূর্ণিঝড় ‘এলসা’র আঘাতে বড় ক্ষয়ক্ষতি হতে পারে- সেই আশঙ্কা থেকে রোববার গভীর রাতে বিস্ফোরকের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয় বহুতল ভবনটি। তারপরই নতুনভাবে ধ্বংসস্তূপে শুরু হয় উদ্ধারকাজ। এর ফলে ভবনটির সব জায়গায় সমানভাবে তল্লাশি চালাতে পারছেন উদ্ধারকর্মীরা। ব্যবহারের অনুমতি মিলেছে ভারি যন্ত্রপাতি ব্যবহারের।

গেলো ২৪ জুন গভীর রাতে হঠাৎ ধসে পড়ে ১২ তলা ভবনটির একাংশ। ১৩৬টি ইউনিটের মধ্যে পুরোপুরি ধ্বংস হয় ৫৫টি। তদন্তে বেরিয়ে আসে ২০১৮ সালেই ভবনটির ত্রুটির কথা জানিয়েছিলেন প্রকৌশলীরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply