তালেবান আতঙ্কে তাজিকিস্তানে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার আফগান সেনা

|

তালেবান আতঙ্কে তাজিকিস্তানে আশ্রয় নিচ্ছেন আফগান সেনা।

তালেবান আতঙ্কে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিচ্ছেন আফগান নিরাপত্তা বাহিনীর হাজার-হাজার সেনা সদস্য। সোমবারই দেশ ত্যাগ করেন ১৬শ’ সেনা।

আফগানিস্তান থেকে মার্কিন এবং ন্যাটোবহর প্রত্যাহার শুরু হওয়ায় শক্তিশালী হয়ে উঠছে তালেবান। এরইমাঝে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহারের দখল নিয়েছে সশস্ত্র দলটি। ৪২১টি জেলার প্রায় এক তৃতীয়াংশই এখন তাদের নিয়ন্ত্রণে। প্রাণভয়ে অনেক জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছেন আফগান নিরাপত্তা সদস্যরা।

সোমবার সর্বোচ্চ সংখ্যক সেনা দেশত্যাগ করেন। গত শনিবারও তিন শতাধিক নিরাপত্তা সদস্য আশ্রয় নেন তাজিকিস্তানে। তারা দেশটির উত্তরাঞ্চলে দায়িত্বরত ছিলেন।

নিরাপত্তা বাহিনীর এত বিপুল সদস্যের এভাবে পালানোর ঘটনা আফগান বাহিনীর দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। এদিকে, দুই দশকে তালেবান বিরোধী লড়াইয়ে প্রাণ হারিয়েছেন দু’হাজার ৩১২ মার্কিন সেনা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply