রেকর্ড করোনা শনাক্ত ১১ হাজার ৫২৫, মৃত্যু ১৬৩

|

ছবি: প্রতীকী

দেশে করোনা শনাক্ত হয়েছে রেকর্ড ১১ হাজার ৫২৫ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে আরও ১৬৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১৫ হাজার ৩৯২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply