মুবিনুল হায়দার চৌধুরী আর নেই

|

মুবিনুল হায়দার চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী মারা গেছেন।

গতকাল মঙ্গলবার (৬ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

৮৭ বছর বয়সী মুবিনুল হায়দার চৌধুরী গত ১৪ মার্চ গোসল করতে গিয়ে গোসলখানায় পড়ে যান। এতে তার মাথায় আঘাত লাগে ও রক্তপাত হয়। তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায় এবং স্নায়ুতে চাপ লাগার কারণে দুই হাত, দুই পা আংশিক অবশ হয়ে পড়ে।

এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৭ জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

সংগঠন সূত্রে জানা গেছে, মুবিনুল হায়দার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে দান করা হবে।

আগামীকাল ৮ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্রদ্ধা নিবেদনের পর হস্তান্তর করা হবে তার মরদেহ।

উল্লেখ্য, একসময় ভারতের কমিউনিস্ট দল সোশালিস্ট ইউনিটি সেন্টারে (এসইউসিআই) থাকা মুবিনুল হায়দার বাংলাদেশের স্বাধীনতার পর দেশে ফেরেন। স্বাধীনতার পর গঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের অভ্যন্তরে মতাদর্শিক বিতর্ক শুরু হলে ১৯৮০ সালে আ ফ ম মাহবুবুল হক ও খালেকুজ্জামানের নেতৃত্বে একটি অংশ বেরিয়ে বাসদ গঠন করে। পরে আ ফ ম মাহবুবুল হক ও খালেকুজ্জামানের মধ্যে মতভেদ দেখা দিলে বাসদ আবার ভাঙে। তখন খালেকুজ্জামান নেতৃত্বাধীন অংশকেই সমর্থন দিয়েছিলেন মুবিনুল হায়দার। ২০১৩ সালে খালেকুজ্জামানের বাসদ থেকে বেরিয়ে বাসদ (মার্কবাদী) গঠন করেন মুবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশু চক্রবর্তী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply