মাহমুদউল্লাহ-তাসকিন জুটির চার রানের আক্ষেপ

|

বিরতিতে ড্রেসিংরুমে ফিরে অভ্যর্থনা পাচ্ছেন মাহমুদউল্লাহ ও তাসকিন। ছবি: সংগৃহীত

মাত্র ৪ রানের আক্ষেপ থেকে গেল মাহমুদউল্লাহ-তাসকিনের। নবম উইকেট জুটিতে গড়া হলো না নতুন বিশ্ব রেকর্ড; ১৯১ রানে থেমেছে তাদের যৌথ পথচলা। নবম উইকেট জুটিতে মার্ক বাউচার ও প্যাট সিমকক্সের করা ১৯৫ রানের জুটির বিশ্বরেকর্ড অক্ষুণ্ণ থাকলো তাসকিনের আউট হবার মধ্য দিয়ে। ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ১৫০ রানে থামেন মাহমুদউল্লাহ। আর তাসকিন ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে ৭৫ রানে আউট হন।

নবম উইকেট জুটিতে বিশ্বরেকর্ডের চতুর্থ স্থানটিতেও আছে মাহমুদউল্লাহর নাম। আবুল হাসানের সাথে সেদিন তিনি গড়েছিলেন ১৮৪ রানের পার্টনারশিপ।

সবাই যেখানে শেষ দেখেন, সেখান থেকেই যেন শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ। অসাধারণ এক ইনিংসে এই সাইলেন্ট কিলার আবারও প্রমাণ করলেন তার অভিধানে শেষ বলে কিছু নেই। ক্যারিয়ারের পঞ্চম শতকে করেছেন নতুন এক রেকর্ড। প্রথম বাংলাদেশি হিসেবে নিজের ৫০তম টেস্ট ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ক্যারিয়ারের পাঁচ শতকের তিনটিই করেছেন তিনি বিদেশের মাটিতে। আট নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ১৫০ রানের ক্যারিয়ার সেরা ইনিংসে মাহমুদউল্লাহ প্রমাণ করলেন, তিনি ভালোই জানেন কীভাবে দলের বিপদে হাল ধরতে হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply