জরিমানার বদলে চালকরা পেলেন খাদ্য সহায়তা

|

কক্সবাজারে খাদ্য সহায়তা পেলেন ইজিবাইক চালকরা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে বের হওয়া টমটম (ইজিবাইক) চালকরা পেলেন জরিমানার বদলে খাদ্য সহায়তা।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে ৪০ জন চালকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে বের হওয়া এইসব টমটম জব্দ করে উপজেলা প্রশাসন।

তবে জরিমানা আদায় না করে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে সেই টমটম চালকদের জরুরি খাদ্য সহায়তা তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ।

এ সময় জেলা প্রশাসক বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোরতার পাশাপাশি কর্মহীন মানুষদের সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, আমরা শুধু আইন প্রয়োগ করবো তা না; একই সাথে প্রধানমন্ত্রীর যে মানবিক উদ্যোগ তাও আমরা তাদের কাছে পৌছে দিতে চাই।

জরিমানার বদলে খাবার পেয়ে অবাক টমটম চালকরা। তাদেরই একজন উখিয়া সদরের নুরুল আলম বলেন, আমরা ভেবেছিলাম আমাদের জেল জরিমানা করা হবে, কিন্তু ডিসি স্যার খাবার দিলেন, খুব ভালো লাগছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply