সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি’র চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজার মা সাজেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাজেদা বেগম নিউজ টোয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর বোরহানুল হক সম্রাটেরও মা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মরদেহ নেয়া হচ্ছে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সেখানে জানাজা শেষে দাফন করা হবে মরদেহ। মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজোয়ানুল হকের মা সাজেদা বেগমের মৃত্যুতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি গভীর শোক জানিয়েছে।
এনএনআর/
Leave a reply