উইম্বলডন টেনিসের নারী এককের ফাইনালে ক্যারোলিনা প্লিসকোভাকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন অ্যাশলি বার্টি। আর তাতেই ৪১ বছরের অপেক্ষা ঘোঁচালেন বার্টি।
১৯৮০ সালের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান নারী হিসেবে জিতলেন উইম্বলডন। প্লিসকোভা ও বার্টি দু’জনই প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে খেলতে নামেন। প্রথম সেটে ৬-৩ গেমের দাপুটে জয় ছিলো অ্যাশলি বার্টির।
তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান প্লিসকোভা। সেট গড়ায় টাইব্রকারে। সেখানে ৪-৭ গেমের জয় এই জার্মানের।
অবশ্য তৃতীয় সেটে পাত্তাই পাননি প্লিসকোভা। ৬-৩ গেইমের জয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতে নেন অ্যাশলি বার্টি।
Leave a reply