এ যেন বেইজিং অলিম্পিকেরই পুনরাবৃত্তি

|

ছবি: সংগৃহীত

২০০৮ সালে অনুষ্ঠিত বেইজিং অলিম্পিকে সোনা জিতেছিল আর্জেন্টিনা। নাইজেরিয়া দলকে হারিয়ে তরুণ মেসি, ডি মারিয়া আগুয়েরোদের প্রথম আন্তর্জাতিক শিরোপা ছিল ওই সোনার মেডেল। সেই ফাইনালে আর্জেন্টিনা জিতেছিল ডি মারিয়ার গোলে, টুর্নামেন্ট সেরা হয়েছিল মেসি।

আজ মারাকানায় ব্রাজিল বধ করে সিনিয়র দলের হয়ে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপা জিতলো আকশি নীলরা। এবারের ফাইনালেও গোল করলেন ডি মারিয়া, টুর্নামেন্ট সেরা হলেন মেসি। এ যেন বেইজিং রূপকথারই পুনরাবৃত্তি।

ফাইনালে ম্যাচের ২২ মিনিটে ডি মারিয়ার গোলে নির্ধারিত হয় শিরোপার ভাগ্য। যা এই স্ট্রাইকারকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরষ্কার। অন্যদিকে, আসরে ৪ গোল ও ৫ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট ও বল জিতে নিয়েছেন লিওনেল মেসি।

শিরোপা জিতে আপ্লুত ডি মারিয়া বলেন, এটি অবিস্মরণীয় মুহূর্ত। খেলা শেষে মেসি আমাকে ধন্যবাদ জানিয়েছে।

ডি মারিয়া আরও বলেন, খেলার পূর্বে মেসি আমাকে বলেছিল যে এটা আমার ফাইনাল হবে। আমি আমার স্ত্রী, সন্তান এবং সকল সমর্থক যারা এখানে ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন, তাদের ধন্যবাদ জানাতে চাই।

শীঘ্রই বিশ্বকাপ আসছে এবং তার আগে এই জয় মানসিকভাবে আমাদের বিশাল সাহায্য করবে বলেও জানায় ডি মারিয়া।

গত ৩ ফাইনালে চোটের কারণে খেলতে না পারা মারিয়া নিজের জাত ছিনিয়েছেন এবারের ফাইনালে। সাথে বুঝিয়ে দিয়েছেন কেন আগের ফাইনালগুলোতে তার অভাবে ভুগেছিল আলবিসেলেস্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply